ঢাকা অফিস
বিএনপির মানববন্ধনের দিনে আগামীকাল শনিবার জেলায় জেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এ কর্মসূচির মাধ্যমে মাঠ দখলে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীনরা। তবে ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় এ জেলাকে শান্তি সমাবেশের আওতার বাইরে রাখা হয়েছে।
শান্তি সমাবেশের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট জেলার সুবিধামতো সময়ে সমাবেশ হবে বলে জানা গেছে। গত বুধবার দলের এক যৌথ সভা থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা পর্যায়ের এ কর্মসূচি ঘোষণা করেন।
কেন্দ্রীয়ভাবে শনিবার সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে হবে শান্তি সমাবেশ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারেও একই কর্মসূচির প্রস্তুতি চলছে। রাজধানীর দুটি শান্তি সমাবেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
আরও পড়ুন:নাইকো মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল
দলীয় সূত্র জানায়, জেলায় জেলায় শান্তি সমাবেশের মধ্য দিয়ে আরেক দফা শোডাউনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এসব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা, মহানগর, উপজেলা নেতাদের পাশাপাশি জনপ্রতিনিধিরা যোগ দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। তাঁরা বলছেন, বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলন ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সংঘাত-সহিংসতা ঠেকাতে দেশের মাঠপর্যায়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই বিএনপি ও তার মিত্রদের দেশের কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির দিনে কোনো ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দেওয়া মাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে সরকার সমর্থক নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি যৌথ সভায় বলেছেন, বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। অতীতে ২০১৩ থেকে ’১৫ সালে তারা আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন সন্ত্রাস করেছে। সেটি যাতে আর করতে না পারে সে জন্য আওয়ামী লীগ শান্তির পক্ষে মাঠে আছে, থাকবে এবং দেশবাসীকে সতর্ক করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সমকালকে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য মোকাবিলায় শান্তি সমাবেশ করার পাশাপাশি আওয়ামী লীগ আগামী নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এ জন্য দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে সারাদেশে সভা-সমাবেশ, মহাসমাবেশসহ নানা কর্মসূচি করছে। আগামী নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও পড়ুন:শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির