কল্যাণ ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলায় একটি কলাক্ষেত থেকে ইছমাইল নামে এক যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউপির দড়িচর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের একটি কলাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইছমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউপির করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিম ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার গজারিয়া ইউপির দড়িচর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের একটি কলাক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই যুবকের মুখ বেঁধে হত্যার পর কপাল থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা।
পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রাস্তা থেকে তুলে গৃহবধূকে ধর্ষণ করেন কবির, পাহারা দেন ৪ সহযোগী
১ Comment
Pingback: রাঙামাটি ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের সময় ৩ পুলিশ আহত - দৈনিক কল্যাণ