সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় নিজের খোয়াভাঙ্গা ইঞ্জিনচালিত গাড়ির চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবুর আলী (৩৫) যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবুর আলী খোয়া ভাঙ্গার জন্য নিজের ইঞ্জিন চালিত গাড়িটি চালিয়ে কলারোয়া উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাবুর আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় আহত হয়েছেন আরো তিন জন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।