কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নব-নির্বাচিত কমিটিতে আবারও সভাপতি পদে শেখ মোসলেম আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। রোববার সকালে কলারোয়া সরকারি কলেজ বাসস্টান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এদেরকে সভাপতি-সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সদস্যদের জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক কল্যাণ এর প্রতিনিধি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউনুল ইসলাম রাব্বী, প্রচার সম্পাদক আল আমিন গাজি, কার্যনির্বাহী সদস্য গোলাম রহমান, আনিছুর রহমান, মাহমুদ আল ইমরান সরদার ও জিয়াউর রহমান জিয়া।