নিজস্ব প্রতিবেদক
যশোরে এক কলেজছাত্রীর নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি ও কুরুচিপূর্ণ বার্তা ছড়ানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার যশোর শহরের বারান্দীপাড়ার এক শিক্ষার্থী এই মামলাটি করেছেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের বিলপল্লীর জালাল উদ্দিনের ছেলে রাকিব আহমেদ (৩১) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার বন্দ ডাকপাড়া গ্রামের নাসির সরদারের জামাই জামিল হোসেন (৩৩)।
বাদী মামলায় উল্লেখ করেন, তিনি ঢাকায় পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করতেন। সেই সূত্রে আসামিদের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে আসামিরা বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তারা ক্ষতির পরিকল্পনা শুরু করে।
এরই জের ধরে গত ১০ অক্টোবর বাদীর নামে একাধিক ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবির সঙ্গে বাদীর ছবি যুক্ত করে ফেসবুকে প্রকাশ করেন রাকিব। এছাড়া জামিল বিভিন্ন সময় বাদীকে মোবাইলে ও মেসেঞ্জারে কল করে অশ্লীল কথাবার্তা বলেন এবং যৌন হয়রানি করতে থাকেন। পাশাপাশি ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি দেন আসামিরা। বাধ্য হয়ে বাদী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
