নিজেস্ব প্রতিবেদক, মনিরামপুর
যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসান মারপিটের শিকার হয়েছেন। রোববার দুপুরে কলেজ গেটে একটি চায়ের দোকানে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। আবুল হাসান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এই ঘটনায় কলেজের আওয়ামীপন্থী শিক্ষকদের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে।
হামলার শিকার শিক্ষক আবুল হাসান বলেন, দুপুরে আমি কলেজ গেটে একটি দোকানে বসে চা পান করছিলাম। এ সময় কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। ‘কলেজকে আওয়ামী লীগের অফিস বানিয়েছিস’ এই বলে তারা আমাকে মারপিট করেছে।
মহিলা কলেজের ইংরেজি শিক্ষক কামরুজ্জামান বলেন, কলেজ গেটে চিৎকার চেঁচামেচি শুনে আমরা শিক্ষক ও ছাত্রীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত শিক্ষক আবুল হাসানকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
মনিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আফরোজা মাহমুদ বলেন, কলেজ গেটে শিক্ষকের ওপর হামলা আমাকে মর্মাহত করেছে। ঘটনা শোনার পরপরই আমি থানার ওসিকে বিষয়টি ফোনে জানিয়েছি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি।