নিজস্ব প্রতিবেদক
যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক এনামুল হাফিজ মিঠু (৫৮) শহরের ঘোপ বউ বাজার এলাকার মৃত গোলাম রসুলের ছেলে।
মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে এ ঘটনায় গত ২৭ এপ্রিল মিঠুসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ওই কলেজ ছাত্রীর মা।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, মিঠুর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ভিকটিমের বাবা ব্যবসা করেন। প্রায় ওই কলেজ ছাত্রী বাবার দোকানে যেতেন। দোকানে বাথরুম না থাকায় দুইতলায় যেয়ে মিঠুদের বাড়ির বাথরুম ব্যবহার করতেন। সেই সুযোগে ওই কলেজ ছাত্রীর পোষাক পরিবর্তনের কিছু ছবি ধারণ করে রাখেন মিঠু। যা দেখিয়ে নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকেন।
এক পর্যায়ে অসহায় হয়ে পড়েন ওই ছাত্রী। এরমাঝে গত ২৩ এপ্রিল ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে চুয়াডাঙ্গার জীবননগরের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন মিঠু। ২৫ এপ্রিল খুলনার ফুলতলা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবার। ২৭ এপ্রিল এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন তার মা। এরপরই পুলিশ মিঠুকে ধরতে মাঠে নামে। মঙ্গলবার ভোরে মিঠুর শ্বশুর বাড়ি মণিরামপুরের নেহালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।