নিজস্ব প্রতিবেদক
দৈনিক কল্যাণের জন্মদিনের উৎসবে সামিল হতে এসেছিলেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। আজ পত্রিকা দফতরে ফুল ও কেক নিয়ে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানাতে আসেন ব্যাংকের যশোর অঞ্চলের কর্মকর্তারা। অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও যশোর অঞ্চল প্রধান রোকন উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক মিলিনা আক্তার, প্রিন্সিপ্যাল অফিসার সুজয় বিশ্বাসকে পেয়ে উচ্ছ্বসিত হন সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা। তিনি অতিথিদের স্বাগত জানান। এসময় ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দ্দৌলা মিথুনসহ কর্মরতরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক রোকন উদ্দিনসহ কর্মকর্তাদের সাথে নিয়ে পত্রিকা দপ্তরে কেক কাটা হয়।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি দৈনিক কল্যাণের জন্মদিন উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি দিনভর মিষ্টিমুখের আয়োজন করা হয়। শবে বরাতের ছুটি ও কর্মব্যস্ততার কারণে সেদিনের উৎসব আয়োজনে আসতে না পারলেও দৈনিক কল্যাণকে মনে রাখেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। গতকাল দুপুরে তারা এসেছিলেন ভালোবাসার টানে।
