নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের টাউন হল ময়দানে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগনেতা হাজী আলমগীর কবির সুমনের উদ্যোগে এসব মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, চাল, দুধসহ ৭টি ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন যশোর-৬ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আব্দুল কাদের, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
ঈদ উপহার পেয়ে শহরের রেলগেট এলাকার বৃদ্ধা মাজেদা বানু বলেন, স্বামী রিকসা চালায়। জিনিসপত্রের দাম বেড়েছে, মাথায় উৎসবের চিন্তা নেই। আজ কাউন্সিলর সুমনের লোকজন ডেকে এনে ঈদ উপহার দিয়েছে। এবার ঈদে আর আমার বাজার করা লাগবে না। সুমন শুধু সেমাই চিনি, চাল দেয়নি; একটা শাড়িও দিয়েছে। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক।
জুলেখা নামে এক নারী বলেন, মেসে রান্না করি। দুই ছেলে-মেয়ে আর রিকসাচালক স্বামীকে নিয়েই সংসার। তিনি বলেন, একটা শাড়ি কিনবো টাকা নেই। অনেক কষ্টে ছিলাম। নতুন কাপড় আর সেমাই চিনি পাবো ভাবতে পারেনি। শাড়ি পেয়ে এখন ঈদটা ভালো কাটবে। এখন আমি খুশিতে ঈদ করতে পারবো।
যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগনেতা আলমগীর কবির সুমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। জীবনে একটি বড় সময় দল ও দলের নেতাকর্মীসহ তৃণমূলের অসহায় মানুষের পাশে কাটিয়েছি। তিনি জানান, দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছি। নিজের কষ্টার্জিত অর্থের সিংহভাগ তাদের পিছনে খরচ করি। মানুষের ভালোবাসায় তাদের হৃদয়ে জায়গা পেয়েছি। শুধু ঈদ না; সবধর্মের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হেলালুল ইসলাম, জেলা যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সরোয়ার হোসেন সরো ও শফিকুল ইসলাম টপি, জেলা যুবলীগের সদস্য মনসুর আলম, ইয়াকুব আলী ও স্বপন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক অন্তর দে শুভ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সদস্য শামীম প্রমুখ।