নিজস্ব প্রতিবেদক
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোর পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতা হাজী আলমঙ্গীর কবির সুমনের উদ্যোগে হতদরিদ্রদের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের এমএমআলী রোডের সমবায় মার্কেটের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজ, নুর ইসলাম, রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম টফি, সদর উপজেলা যুবলীগ নেতা শক্তি গাজী, লিটন গাজী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অন্তর দে শুভ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম রাকিব প্রমুখ।
এছাড়াও ওইদিন বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়।