নিজস্ব প্রতিবেদক
যশোরে আব্দুল আলিম নামে এক ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকার পুরানো কাগজ চুরির অভিযোগে শামীম হোসেন (৩২) নামে এক ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শামীম হোসেন সদর উপজেলার কামালপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর-ট-১১-২২১৬ নম্বর ট্রাকের চালক।
যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম এজাহারে উল্লেখ করেছেন, তিনি পুরনো কাগজের ব্যবসা করেন। বিভিন্ন স্থান থেকে পুরনো খাতা ও কাগজ কিনে তা অন্যত্র বিক্রি করে থাকেন। তার কেনা সাড়ে ১৪ হাজার কেজি পুরনো কাগজ চট্টগ্রামের পাঠানোর জন্য পরিচিত রাসেলের মাধ্যমে শামীমের ট্রাকটি ২৫ হাজার টাকা ভাড়ায় ঠিক করেন। গত ২৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ঢাকা রোডস্থ ভাইভাই পেপার হাউজের সামনে থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ওই কাগজ ট্রাকে লোড করেন। ২৫ ফেব্রুয়ারি ওই কাগজ চট্টগ্রামের পৌছে দেয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাগজ সেখানে না পৌঁছালে তিনি খোঁজ খবর নেয়া শুরু করেন। খোঁজ নিয়ে জানতে পারেন ট্রাকটি শহরতলীর রাজারহাটের বাংলাদেশ ট্রান্সপোর্ট অ্যান্ড রেন্টাল কর্পোরেশনের মালিকের নিয়ন্ত্রণে আছে।
তিনি সেখানে গিয়ে জানতে পারেন ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সার্ভিসিং সেন্টারের খালি অবস্থায় রেখে চালক চলে যায়। সে ফিরে আসেনি। পরে লোকজন নিয়ে তার বাড়িতে গেলে জানতে পারেন শামীম পরিবারের সদস্যদের নিয়ে অন্য স্থানে পালিয়ে চলে গেছে। বিশ্বাস ভঙ্গ করে পুরনো কাগজ অন্যত্র বিক্রি করে দিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিনি রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন।