নিজস্ব প্রতিবেদক
যশোর সদর আসনে নির্বাচিত এমপি কাজী নাবিল আহমেদকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কামরুজ্জামান (৩৭) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় যশোর তিন আসনের কাজী নাবিল আহমেদের বাস ভবনে। কামরুজ্জামান বারান্দি পাড়ার বাসিন্দা।
আহত কামরুজ্জামান জানান, তিনিসহ কয়েকজন এমপি কাজী নাবিল আহমেদকে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ফুলের মালা নিয়ে যায়। এসময় সেখানে কয়েকজনের সাথে তাদের তর্কতর্কি হয়। একপর্যায়ে তারা তাদের উপরে হামলা চালায়। এসময় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করে ও বাকিদেরকে জরুরি চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজওয়ান জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। বাকিদেরকে জরুরি চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।