ক্রীড়া ডেস্ক
অভিজ্ঞ কার্লোস কুইরোজকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কাতার ফুটবল ফেডারেশন । বিশ্বকাপের স্বাগতিক হিসেবে মাঠের পারফরমেন্সে ঘরের মাঠের দর্শকদের মোটেই সন্তুষ্ট করতে পারেনি কাতার দল।
সেই দু:খ ভুলে নতুন কোচের অধীনে এখন শুধু এগিয়ে যাবার স্বপ্ন নিয়ে মাঠে নামতে চাচ্ছে ইতিহাসের অন্যতম স্বরণীয় এক বিশ্বকাপ উপহার দেবার সফল কারিগররা। কাতার ফুটবল এসোসিয়েশনের এক টুইটারে নতুন কোচের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ১ মার্চ ৭০ বছরে পা রাখতে যাচ্ছেন কুইরোজ। এখনো পর্যন্ত চারটি বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করেছেন কুইরোজ। এর মধ্যে একবার পর্তুগালের ও তিনবার ইরানের কোচ হিসেবে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। প্রায় এক দশকে পর্তুগীজ এই কোচ দুই মেয়াদে ইরানের কোচ ছিলেন। বিদায়ী কোচের প্রতি শুভ কামনা জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
কাতার বিশ্বকাপে তিনটি গ্রুপ ম্যাচের প্রতিটিতেই পরাজি হবার পর স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজকে বরখাস্ত করে কাতার। ঘরের মাঠের ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে যাবার লক্ষ্যে সানচেজের স্থলাভিষিক্ত হয়েছেন কুইরোজ।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইরানও বিদায় নিয়েছিল। আর তারপরপরই কুইরোজ ইরানের কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। গত সপ্তাহে ইনস্টাগ্রামে নতুন যাত্রা শুরু হবার ইঙ্গিত দিয়েছিলেন কুইরোজ। তখনই ধরে নেয়া হয়েছির কাতারের সাথে নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কাতারের কোচের দায়িত্ব পালন করেছেন কুইরোজ। আর ২০১০ সালে পর্তুগালের কোচ হিসেবে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। তার অধীনে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
কিন্তু বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন। পর্তুগীজ এই কোচ সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়া ও মিশর ছাড়াও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে এ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের পতাকা উড়িয়ে কৃতজ্ঞতা জানাল আর্জেন্টিনা