ক্রীড়া ডেস্ক
খুব বেশিদিন আগে শুরু না হলেও অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেট। ভারতের পর টুর্নামেন্টের পরবর্তী আসর বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। তৃতীয় আসরটি শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি, যা চলবে ৪ মার্চ পর্যন্ত।
সম্প্রতি লিজেন্ডস লিগ ক্রিকেট কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো ভারত মহারাজা, এশিয়া ল্যায়ন্স ও ওয়াল্ড জায়ান্টস। তিন দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বিশ্বের সাবেক তারকা ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে লিজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা বলেন, লিজেন্ডস লিগের খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কিংবদন্তি এই লিগে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটি ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আমরা দোহায় আমাদের ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি।
আরও পড়ুন: অধিনায়ক হতে পারেন কিলিয়ান এমবাপ্পে
এবার লিজেন্ডস লিগে অংশগ্রহণ করবেন আটজন সাবেক তারকা ক্রিকেটার। এরা হলেন ভারতের মোহাম্মদ কাইফ ও ইরফান পাঠান, পাকিস্তানের আব্দুল রাজ্জাক ও শোয়েব আখতার, শ্রীলঙ্কার মুথিয়া মুরালিধরন, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অস্ট্রেলিয়ার ব্রেট লি ও ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট।
লিজেন্ডস লিগ অংশ গ্রহণ প্রসঙ্গে মোহাম্মদ কাইফ বলেন, গত মৌসুমে আমরা ভারতে কিছু ভালো ম্যাচ ক্রিকেট দেখেছি। আমি কিংবদন্তিদের বিরুদ্ধে খেলাটি পুরোপুরি উপভোগ করেছি। এবার খেলার জন্য মুখিয়ে রয়েছি।
পাকিস্তানি তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বলেন, শেষ মৌসুমের খেলা আমি দেখেছি। সাবেক ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সবার সঙ্গে খেলতে পারব। সত্যি আনন্দ হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা টিনো বেস্ট বলেন, আমরা ভারতে গত সৌমুমে পুরোপুরি উপভোগ করেছি। কাতারেও দারুণ কিছু ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।
আরও পড়ুন: বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব