নিজস্ব প্রতিবেদক
যশোরে সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, সাংসারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
সোহাগের চাচি রাবেয়া বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিব কেটে আলাদা করে ফেলে।
তিনি আরও জানান, পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, সোহাগের জিহবার নিচের অংশ কেটে পড়ে গেছে। সেটা আর জোড়া দেওয়া সম্ভব হয়নি। তবে তিনি আশঙ্কামুক্ত।
