নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি এমএম কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব পদে মো. কামরুল ইসলামকে পদায়নের ঘোষণা করেছে জেলা ছাত্রদল। শনিবার জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার অধীনস্থ ইউনিট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নুর ইসলাম রুবেল বর্তমানে কর্মসূত্রে দেশের বাইরে অবস্থান করছেন। এমতাবস্থায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরামর্শক্রমে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী এমএম কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে ইউনিটের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব অর্পন করা হলো।
