কল্যাণ ডেস্ক
গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফের ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় এটি জারি থাকবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ধারা অনুযায়ী ওই সময় জেলার যেকোন স্থানে যেকোন ধরনের জনসমাবেশ বা মিছিল, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, মাইকিংসহ জনগণের বিঘ্ন সৃষ্টি হয় এমন কোন কাজ এবং একাধিক ব্যক্তির একসাথে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা ও সরকারি অফিস ১৪৪ ধারার আওতামুক্ত রাখা হয়েছে।