নিজস্ব প্রতিবেদক :
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিণী শহীদ আরজু মনিসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় কারবালা হাফেজিয়া এতিমখানায় দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সার্বিক পৃষ্ঠপোষকতায় সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশরাফুল কবির বিল্লাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান আনিস, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদ, শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইকরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহাজাদা লিটু, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলিম চৌধুরী। যুবলীগ নেতা আলহাজ্ব টিপু সুলতান, সজীব হাসান মুন্না, মাসুদূর রহমান, ইবরার রাব্বানী আজাদ, প্রতাপ বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন প্রমুখ।