ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯ মামলার জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে। আইনজীবীদের আবেদন এবং শুনানি অনুযায়ী মির্জা ফখরুলকে আজ ওই মামলাগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর জামিন আবেদন করার পর প্রত্যেক মামলায় জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়। কিন্তু মির্জা ফখরুলকে এই ৯টি মামলায় রাষ্ট্রপক্ষ থেকে গ্রেপ্তার না দেখানোর কারণে আজ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই তারিখ ধার্য করেন। রায় শোনানোর আগে তাকে আদালতে হাজির করা হয়।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা ৬ মামলা ও রমনা থানায় দায়ের করা ৩ মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন করা হয়। এসব মামলায় রাষ্ট্রপক্ষ বা মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাননি। তারপরও তাঁর পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন।
এই মামলাগুলোতে দেখা যায়, প্রত্যেকটি মামলায় মির্জা ফখরুলের নাম রয়েছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।
পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, ওয়ালটন রমনা এলাকার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।