নিজস্ব প্রতিবেদক
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রোববার বিকেলে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে আইনি সহায়তা দিতে।
ফেরত আসা যুবকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আলআমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানায়, ফেরত আসা যুবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা গরিব পরিবারের সদস্য। ভালো কাজের কথা বলে তাদেরকে সীমান্ত পথে ভারতে নেয়া হয়। পরে প্রতারণা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে এক বছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসেন।
আরও পড়ুন: মুনাফাখোরদের হাতে উঠবে হাতকড়া