কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
শারীরক প্রতিবন্ধী স্বাক্ষী খাতুনের পাশে দাঁড়ালেন ঝিনাইদহ জেলা প্রশাাসক মনিরা বেগম। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে গেলে তাকে একটি হুইল চেয়ার ও ৫ হাজার টাকা হাতে তুলে দেয়।
মাত্র ২৭ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী স্বাক্ষী খাতুনের জন্ম থেকেই দুটি পা নেই। হাতের ওপর ভর করেই তিনি চলা-ফেরা করেন। নিজের কাজ তিনি নিজেই করে থাকেন। স্বাক্ষী খাতুন (৩৭) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা উল্লা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সম্প্রতি “শারীরিক প্রতিবন্ধী নারী ও তার অসহায় শিশু সন্তানের সংগ্রামী জীবন নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে সেটি জেলা প্রশাসক মনিরা বেগমের দৃষ্টিগোচর হয়। এরপর মুঠোফোনে তিনি প্রতিবন্ধী স্বাক্ষী খাতুন ও তার সন্তানের খোজ-খবর নিয়ে তার কার্যালয়ে দেখা করার জন্য বলেন। বুধবার তার পরিবারের লোকজনের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে হাঁস-মুরগি পালনের জন্য নগদ ৫ হাজার টাকা ও হুইল চেয়ার দেন।
