কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দাউদ হোসেন (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। সোমবার সকালে উপজেলা রাখাল গাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক দাউদ হোসেন উপজেলার রাখালগাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের কর্মকর্তা মাহে আলম জানান, কালীগঞ্জ খোষালপুর গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র কেনা-বেঁচার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে খোষালপুর গ্রামের মাঠে অভিযান চালায় র্যাব। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময়ে অস্ত্র ব্যবসায়ী দাউদ হোসেনকে আটক করে। এরপর দাউদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও তার বাড়ি থেকে আরো একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। আটক আসামিকে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, দুটি অস্ত্রসহ র্যাব- ৩ এর সদস্যরা দাউদ হোসেন নামে একজনকে থানাতে হস্তান্তর করেছে।