কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার পাশে গরুর গোয়াল ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ব্যবসায়ী কোলা বাজারের বাবলু ঘোষ ও রাকড়া গ্রামের বাবুল ঘোষকে তিন হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।