কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন ও বারবাজার হাইওয়ে থানার এস আই আদম আলী ।
বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বক্তাগণ বলেন, বেশ কিছুদিন থেমে থাকার নতুন করে মাদকের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মাদক প্রতিরোধে এখনই পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেবার আহব্বান জানান। এছাড়াও মহাসড়ক সংলগ্ন রাখা গাছের গুড়ি অপসারন ও শহরে যানজট নিরসনের কথা বলা হয়।
সভাতে সদ্য যোগদানকৃত ওসি আবু আজিফ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি সবেমাত্র যোগদান করেছি। এখনো সবার সাথে পরিচিতি বা সব এলাকাতে যাওয়া সম্ভব হয়নি। তিনি আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন পরিস্থিতি মোকাবেলাসহ এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন’।
সভাতে আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ , কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, সাংবাদিক নয়ন খন্দকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ।
এ সভা শেষে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। দিবসটি সুষ্টভাবে বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভাতে জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সভার মাধ্যমে সনাতন ধর্মাবলাম্বীদের কত্যায়ানী পূজার জন্য বরাদ্ধকৃত ১৭ টি মন্দিরে ২৫০ কেজি করে চাল মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে তুলে দেওয়া হয় ।