নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ভাইয়ের নেতৃত্বে ভাই ও ভাইপোর উপর হামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কালিগঞ্জের নিয়ামতপুর গ্রামে। আহতরা হলেন ওই গ্রামের ভাই জরিপ আলী (৫০) ও ভাইপো আলমগীর হোসেন (৩০)।
আহত আলমগীরের মা সায়রা বেগম জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে একই গ্রামের ভাই নওশের আলীর সাথে জরিপ আলীর কথাকাটাকাটির একপর্যায়ে নওশের আলীসহ তার ছেলে বানু আলী ও আরএক ভাইপো আবু সাইদসহ ৩/৪জন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে ঢাকায় নেয়া হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহিদুর রহমান জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন রয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, তারা ভাই ভাই জমি নিয়ে মারামারি করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর