কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
জুয়া খেলতে নিষেধ করায় ঝিনাইদহ কালীগঞ্জে আপন চাচার গাছি দায়ের কোপে ভাইপো ও তার স্ত্রী গুরুতর জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার ছোঠ ধোপাধী গ্রামের শিমুল হোসেন (৩৫) ও তার স্ত্রী কাকলী খাতুন (২৮)। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাখালগাছী ইউনিয়নের ধোপাধী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
হাসপাতালে ভর্তি আহত শিমুল হোসেন জানান, তার চাচা মহসিন মন্ডল প্রায়ই তাদের বাড়ির পাশে লোকজন নিয়ে জুয়া খেলার আসর বসাতো। সোমবার সন্ধ্যায় জুয়া খেলা নিয়ে জুয়াড়িদের মধ্যে বিবাদ হট্টগোল শুরু হলে শিমুল এগিয়ে গিয়ে তার চাচাকে জুয়া খেলা বন্ধ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে চাচা মহসিন ও তার সন্ত্রাসী পুত্র রতন ঘর থেকে গাছি দা এনে শিমুলের মাথায় ও হাতে কোপায়। এ সময় শিমুলের চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্ত্রী কাকলীকেও উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাঝহারুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী কাকলী খাতুনের অবস্থা আশংকাজনক। ধারালো অস্ত্রের কোপে তার মাথায় ক্ষত স্থানে ৩ টি সেলায় দেয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশিল থাকলেও ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত শংকা থাকছেই।
হাসপাতালে উপস্থিত ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, মারামারির ঘটনাটি তার জানা নেই। তবে, এখনই খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে যোগ করেন তিনি।
