কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় ও ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাখালগাছী ইউনিয়নের মেম্বর ইদ্রিস আলী ইদু ও মহিলা মেম্বর সোনিয়া জামান এ অভিযোগ তোলেন ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে। বুধবার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬৯ টিসিবি কার্ডের বিপরীতে ৩৫ জন উপকারভোগী ব্যক্তি পণ্য পেয়েছেন। বাকি কার্ডের পণ্য চেয়ারম্যান কুক্ষিগত করেছেন। এছাড়াও চেয়ারম্যান ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে অনিয়ম করেন বলে জানান সূএটি।
ইউনিয়নের চেয়ারম্যন মহিদুল ইসলাম মন্টু জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। টিসিবির পণ্য বিক্রি করেন স্ব স্ব ডিলারগণ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।