কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় সাহেদ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে। তিনি এবছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে শহরেনর বিহারীমোড় নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব জানান, কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাকচাপায় সাহেদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
