কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
বিদ্যালয়ের অধ্যক্ষ শাহী আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম, সদস্য সাংবাদিক জামির হোসেন, হারুন অর রশিদ, অভিভাবক সদস্য আব্দুর রহিম ও স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নওরিন মোহনা। বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, এবারে অত্র বিদ্যালয়ের ৯৯ জন ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক বাবু সুজিত কুমারের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্সদের অন্যান্য সদস্যগণ, পরীক্ষার্থী ও তাদের অভিভাবক অভিভাবিকাসহ সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে ডিজিটাল মেলা শুরু