কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মাইক্রোবাসে এসে ‘ফিল্মি স্টাইলে’ পথচারী ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল। শনিবার ভোর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া বিহারি মোড় সংলগ্ন বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী রাজীব বিশ্বাস কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ শহরের শিবনগর এলাকার দুই ছগল ব্যবসায়ী রাজীব বিশ্বাস (৩৫) ও মোহাম্মদ মিলন (৩২) শনিবার ভোর রাতে চট্টগ্রাম থেকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রিক্সা নিয়ে বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে মাইক্রোবাস রিক্সায় ধাক্কায় দিলে তারা ড্রেন পড়ে যান। এ সময় মাইক্রো থেকে ৩-৪ জনের ডাকাত দলের সদস্য নেমে রাজিবের বুকে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকাসহ হ্যান্ডব্যাগটি কেড়ে নেয়। এ সময় রাজিবের সাথে থাকা মিলন দৌঁড়ে পালিয়ে রক্ষা পায়। খবর পেয়ে রাতেই পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হরিদাস পাল জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের কথায় মিল পাচ্ছেন না। ওই টাকা তারা নিজেরাই সরিয়েছেন কি না তা তদন্ত শেষেই নিশ্চিত বলা যাবে।
