কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার সকালে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মাহাবুবার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।