কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাজন বিশ্বাস একজন সন্ত্রাসী। কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানাতে অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক্য রিপনের বসতবাড়ির সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর তার কোমরে থাকা একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগেও রাজন বিশ্বাসের নামে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।