কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম হোসেন (৩২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চাপরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার চাপরাইল গ্রামের আবুল কাশেমের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সেলিম। সহযোগীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।