কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ১২ মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী লালভানুকে (৫৬) আবারো ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের শিবনগর ভাটাপাড়াস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, মাদক বিকিকিনি চলছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে থানা পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিকেলে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারী।