কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে এক সপ্তাহে তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এমন ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তহীনতায় ভুগছে। রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটী (জি¦নের মোড়) গ্রামের নজরুল ইসলামের বাড়িতে।
ভুক্তভোগী বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, চলতি মাসের ৩ তারিখ রাত সাড়ে ১১ টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের মধ্যে বেডশীট ও কাপড়ে আগুন জ¦লতে দেখে তাড়াহুড়া করে নিভিয়ে ফেলেন। এরপর ৫ নভেম্বর রাতে একইভাবে আমার অন্য একটি শোবার ঘরে আগেুন লাগে। সে সময়ও আমরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলি।
এরই ধারাবাহিকতায় ৮ নভেম্বর রাতে এবার আমার রান্না ঘরে আগুন লেগে যায়। এবার আগুনে সম্পূর্ণ ঘরটি ভস্মিভূত হয়ে যায়। প্রথম দিকে ভেবেছিলাম অসাবধনতাবসত কোন কারণে আগুন লাাগতে পারে। এখন মনে হচ্ছে শত্রুতাবশত কেউ আগুন লাগাতে পারে। কিন্তু বার বার আগুন লাগার ঘটনা ঘটায় এখন আমরা চিন্তিত। ইতোমধ্যে ঝিনাইদহ র্যাব ও কালীগঞ্জ থানা পুলিশকে লিখিতভাবে জাানিয়েছি।
রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, বিষয়টি আগে জানায়নি, এখন জেনেছি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
লীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আমাকে কেউ লিখিতভাবে জানায়নি। তবে ঘটনা জানার পর বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।