নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম রাকিব নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ কাঁঠালবাগন এলাকার ভাড়াটিয়া। রাকিব কালীগঞ্জ জোনে পিএইচপি পাইপ কোম্পানিতে চাকরি করতেন। তিনি ঠাকুরগাাঁও জেলা সদরের বড়নাগা এলাকার তৈয়েব আলীর ছেলে রাকিব।
নিহতের স্ত্রী নূরনাহার আক্তার নিশি ও প্রত্যক্ষদোষী রনি হোসেন জানান, সোমবার দুপুর দুইটার দিকে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের হাকিমপুর যাওয়ার পথে পালবাড়ি নামক স্থানে চলন্ত ট্রাকের পিছনে আঘাত করে মোটর সাইকেল চালক রাকিব। এতে তিনি বুকে আঘাত পান এবং নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তৎক্ষনিক স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, দুপুরে রাকিব নামে একজনকে নিয়ে আসলে জরুরি চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় রাকিব।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে রাকিব নামে এক মোটর সাইকেল চালক আহত হয় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে বলে জেনেছি।