কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সাদিকপুর গ্রাম থেকে মারামারির কাজে ব্যবহৃত ১০টি বেতের ঢাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঢাল তৈরির অন্যান্য সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বারবাজার ইউনিয়নের সাদিকপুর গ্রামের রেনু দাসের বাড়ি থেকে ওই ঢাল উদ্ধার করা হয়।
রেনু দাসের ভাই ভক্ত দাস জানান, গত ৩ দিন ধরে কয়েকজন ব্যক্তি ঢাল তৈরি করতে আসতো। সকালে এসে তারা আবার বিকেলে চলে যেত। তাদের বাড়ি কুষ্টিয়া বা শৈলকুপা এলাকায় বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সাদিকপুর গ্রামের রেনু দাসের বাড়িতে অভিযান চালিয়ে মারামারির কাজে ব্যবহৃত ১০টি ঢাল উদ্ধার করা হয়। তবে ঢাল তৈরির কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ঢাল তৈরির কাজে ব্যবহৃত বেত ও সামগ্রি জব্দ করা হয়েছে।