নিজস্ব প্রতিবেদক
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ বেপরোয়া গতিতে চালানোর কারণে ঝিনাইদহের কালীগঞ্জে ১০ দিনের ব্যবধানে গড়াই পরিবহনের দুটি বাস খাদে ও পুকুরে পড়ার ঘটনা ঘটেছে।
এ সময় কমপক্ষে ১১ জন আহত হলেও রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। সর্বশেষ প্রচুর যাত্রী নিয়ে বুধবার দুপুর ১ টার দিকে গড়াই পরিবহনের যাত্রীবাহী একটি বাস উপজেলার কেয়াবাগানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এ সময় আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এরআগে ৩ আগস্ট কেয়াবাগান এলাকায় প্রচুর যাত্রী নিয়ে একই পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন যাত্রী আহত হন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়।