নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের তৃতীয় দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলোয় জয় পেয়েছে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ও কালেক্টরেট স্কুল।
শামস্-উল হুদা স্টেডিয়ামে নিউটাউন বাদশা ফয়সল নয় উইকেটে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়কে ও উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে কালেক্টরেট স্কুল দুই উইকেটে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে পরাজিত করে।
শামস্-উল হুদা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে আবু সাঈদের বোলিং তোপে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ১৭ ওভার পাঁচ বলে সব উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান করতে পারে। পরে ব্যাট করতে নেমে ১২ ওভারে নয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট।
ব্যাট হাতে বাহাদুরপুর স্কুলের রোহিত শাহারিয়ার ২৫ বলে ১৩, সাজ্জাদুর সিয়াম ২৬ বলে ১০ ও সাব্বির আহমেদ তিন বলে ১০ রান করেন। নিউটাউন বাদশাহ ফয়সলের আবু সাঈদ ৩৫ রানে নিয়েছেন সাতটি উইকেট। দু’টি উইকেট নেন আরিছ হোসাইন।
নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের মোহাইমিনুল কিবরিয়া ৩৭ বলে চারটি চারে অপরাজিত ২৭ ও ইবনে আযম তুসান ৩৪ বলে ছয়টি চারে অপরাজিত ৩২ রান করেন। বল হাতে বাহাদুরপুর স্কুলের আতিক হাসান প্রতিপক্ষের একটি উইকেট তুলে নিয়েছেন।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে টস জিতে ৩৬ ওভার দুই বলে ১৪৩ রান করে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি। জবাব দিতে নেমে ৩৩ ওভার ছয় বলে আট উইকেট হারিয়ে জয় পায় কালেক্টরেট স্কুল।
আব্দুস সামাদ স্কুলের নুরুজ্জামান ৩৭ বলে ১৮, ফয়সাল ৬১ বলে ২৯, সিজান ৩৭ বলে ৩২ ও হাফিজুর ১৭ বলে ১২ রান করেন। কালেক্টরেট স্কুলের তারেক সামি ৩৬ রানে পাঁচটি, আসিফ জামান সেতু ও সাদমান খান দু’টি করে উইকেট দখল করেন।
কালেক্টরেট স্কুলের আদ্রিব জামান বর্ন ১৬ বলে ১৩, মাহাদী আবির অর্পন ৪৮ বলে ২৫, তুহিন হোসেন ২৭ বলে ১৮, তারেক সামি ৫৪ বলে অপরাজিত ২৪ ও সাদমান খান ১৬ বলে ১১ রান করেন। বাহাদুরপুর স্কুলের শফিকুল ও রিয়াদ নিয়েছেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বাচ্চু ও আলিফ।
