নিজস্ব প্রতিবেদক :
যশোরে কালেক্টরেট ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও কালেক্টরেট ক্লাবের সভাপতি মো. তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, কালেক্টরেট ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন ও কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শেখ জালাল উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।