সব প্রস্তুতি সম্পন্ন, কঠোর অবস্থানে প্রশাসন
ঝিনাইদহ প্রতিনিধি: শনিবার রাত পোহালেই ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোট কেন্দ্রে কোন রকম হঠকারিতা ও অনিয়ম বরদাশত করবে না এমন নির্দেশনা দিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের সিরিজ বৈঠকে হুসিয়ারী উচ্চারণ করা হয়েছে।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী অংশ নিলেও একই দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে প্রচার প্রচারণায় গ্রাম ও বাজার মুখরিত হয়ে উঠেছে। ইউনিয়নে ইউনিয়নে বিরাজ করছে উৎসবের আমেজ, সরব হয়ে উঠেছে ভোটের রাজনীত। ইতোমধ্যে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ করেছেন প্রার্থীরা। ঘাম ঝরানো প্রচারণা শেষে প্রার্থীরা এখন ভোট গ্রহণের কৌশল ঠিক করছেন মুঠোফোনে। কোন কোন ইউনিয়নে বিএনপির মাঠ পর্যায়ের কতিপয় নেতা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও প্রকাশ্যে পাশে নেই জেলা ও উপজেলার নেতারা।
কাল রোববার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, মধুহাটী, সাগান্না, গান্না, কুমড়াবাড়িয়া, হলিধানী, মহারাজপুর, পোড়াহাটী, হরিশংকরপুর, পদ্মাকর, দোগাচী, ফুরসন্দি, ঘোরশাল, কালীচরণপুর ও নলডাঙ্গা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মামলা জটিলতায় চতুর্থ ধাপে পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আ. ছালেক শুক্রবার বিকালে জানান, ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র হচ্ছে ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকছে ৮১০টি। ১৫টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে দুই লাখ ৫৩ হাজার ৫০০। এর মেধ্য পুরুষ ভোটার এক লাখ সাতাশ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার এক লাখ পঁচিশ হাজার ৮১২ জন। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।