ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলের বিরতিতে খেলোয়াড়রা নিজ দেশের হয়ে প্রীতি ম্যাচ খেলছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সেখানে পিছিয়ে নেই। কাতার বিশ্বকাপের পর দলটিও মাঠে নেমেছে। ঘরের মাটিতে প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে নতুন বছর শুরু করেছে মেসি-ডি মারিয়ারা।
দলটি আন্তর্জাতিক বিরতিতে আরোও একটি প্রীতি খেলবে। সেখানে প্রতিপক্ষ অখ্যাত কুরাসাও। বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। তবে মেসিদের এ ম্যাচের প্রতিপক্ষ যারা, তাদের নামও শোনেনি আগে অনেকে।
কুরাসাওয় মূলত দক্ষিণ ক্যারিবিয়ান সাগর ও ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ। যার আয়তন মাত্র ২৭৬ বর্গমাইল। জনসংখ্যা ১ লাখ ৫২ হাজার। দেশটিতে ফুটবল খেলার যাত্র শুরু হয় ১৯২৪ সালে। তবে আধুনিক ফুটবলে প্রবেশ করে ২০১১ সালে। ওই বছরই ফিফার পূর্ণ সদস্যপদ পায় কুরাসাও।
সাফল্য বলতে তেমন নেই। তবে ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। মেসিদের এই প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।
আরও পড়ুন:মরক্কোর কাছে ব্রাজিলের হার