নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি পুন:গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বসম্মতিতে এই কমিটি ঘোষণা করেন বিএনপি নেতারা।
ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব হষরত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোতয়ালি থানা বিএনপির আহবায়ক মো: নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন কোতয়ালি থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আজম, আবদুর রহিম, আইয়ুব হোসেন, এনামুল বারী বাবলু, আবুল খায়ের প্রমুখ।
কোতয়ালি থানা বিএনপির নেতা মো: নুরুন্নবী জানান, আবদুল মাজেদকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।