কল্যাণ ডেস্ক
কিশোরগঞ্জে এগারোসিন্দুর গোধূলি ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেনসহ ৪ জন আহত হয়েছেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ট্রেনের গার্ড ব্রেকে হামলা চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নির্দেশনা না থাকায় বেশ কিছু যাত্রী ট্রেন থামাতে বললেও থামাননি চালক। এতেই ক্ষিপ্ত হয়ে চালকের রুমে ও বাইরে থেকে পাথর ছুড়ে ট্রেনে এ হামলা চালানো হয়।
রোববার রাত ১১টা ৫৪ মিনিটে ফেসবুকে এক পোস্টে লোকোমোটিভ মাস্টার কাওছার লেখেন, ‘মানিকখালী সেকশনে যে মেলা হয়, সেখানে স্টপেজের কোনো কন্ট্রোল অর্ডার নেই কিংবা কোনো স্টেশনের মাস্টার ইনফর্ম করেননি। মেলা স্থানে কেন দাঁড়ালাম না, সেজন্য মানিকখালী স্টেশনে বৃষ্টির মতো পাথর মেরেছে একদল দুর্বৃত্ত।
সোমবার সকালে কাওছার তার স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘রোববার রাতে মানিকখালী স্টেশনের খানিকটা আগে মন্ডলভোগ নামে একটি এলাকায় একটি মেলায় যাওয়ার জন্য ভৈরব ও কুলিয়ারচর স্টেশন থেকে প্রায় ২০০-৩০০ যাত্রী ওঠে। তাদের দাবি ছিল মন্ডলভোগ এলাকায় ট্রেন থামানোর।
কিন্ত স্টেশন থেকে কোনো নির্দেশনা না থাকায় ট্রেন থামে মানিকখালী স্টেশনে। ট্রেন থামার পরেই কিছু লোক নেমে যায় আর বাকিরা ট্রেনের চালকের রুমে ভাঙচুর চালায়। আর ট্রেনের বাইরে থাকা লোকজন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। কোনোরকমে আমরা রক্ষা পাই। ট্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। তবে নাম পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আমিনুল হক জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা করে এগারোসিন্দুর গোধূলি ট্রেনটি।
পরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকায় পৌঁছালে ভৈরব, কুলিয়ারচর স্টেশন থেকে মন্ডলভোগের মেলায় আসা লোকজন ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনটির সহকারী লোকোমোটিভ মাস্টারের হাত কেটে যায়। ট্রেনের জানালার কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ট্রেনটির গার্ড ব্রেকেও হামলা চালায় দুর্বৃত্তরা।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুুুন: আরাভ খানের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’