নিজস্ব প্রতিবেদক
‘সাদা কে সাদা’ আর কালোকে কালো বলতে হবে’ অপরাধীদের কোন রঙ হয় না, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। গতকাল রোববার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিমিয় সভায় নবাগত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, যারা উঠতি বয়সের যুবক; কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নেবে। যশোরবাসীকে সাথে নিয়ে যশোর জেলা পুলিশ প্রশাসন কাজ করবে।
যশোরে কর্মরত বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক, সম্পাদক ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার এ কথা বলেন।
এ সময় যশোর জেলা ও শহরের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক নেতা এম আইউব, সাকিরুল কবির রিটন, আকরামুজ্জামান, জাহিদ আহমেদ লিটন ও সরোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
