নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে মতবিনিময়কালে তিনি সদর উপজেলার বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, কিশোর গ্যাংয়ের গডফাদারকে প্রার্থী মনোনীত করে তার জয় নিশ্চিত করতে পক্ষে কাজ করছেন যশোরের একজন সংসদ সদস্য। আবার কোন কোন প্রার্থী কালো টাকার বান্ডিল নিয়ে কৌশলে ভোট কেনার মিশনে নেমেছেন। ফলে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট হবে কিনা সন্দেহ আছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা আরেক প্রার্থীর জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। তাকে জয়ী করতে ওই দুই নেতা যেন মরিয়া হয়ে উঠেছেন।
তিনি বলেন, পৌরসভার ১ নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড, বসুন্দিয়া ইউনিয়ন এবং নওয়াপাড়া ইউনিয়নের একাংশ বাড়ি বাড়ি যেয়ে ভোটাদের হুমকি দিচ্ছে আরেকজন প্রার্থীর সমর্থকরা। যদি তাকে ভোট না দেয়া হয় তাহলে কেন্দ্রে যেতেও নিষেধ করা হচ্ছে। ফলে ওইসব এলাকার সুষ্ঠু পরিবেশে ভোট হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেই সাথে সদর উপজেলা এলাকায় সুষ্ঠু নির্বাচন দাবি করে মোস্তফা ফরিদ বলেন, আমি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রয়াত এমপি খালেদুর রহমান টিটোর সন্তান অ্যাডভোকেট খালেদ হাসান জিউস, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ রবিউল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলা আফরোজ মিমি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম শিকদার, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, যুবলীগ নেতা সৈয়দ টিপু মাহমুদ, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব রায়, শহর যুব লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, মনিরুজ্জামান মনি প্রমুখ।