নিজস্ব প্রতিবেদক
শহরের গাড়িখানা সড়কে প্রকাশ্যে সেতু (২০) নামে এক যুবককে কিশোর গ্যাং কর্তৃক ছুরিকাঘাতের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ডিবি পুলিশ রাকিব (২০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার ও দু’টি বার্মিজ চাকু উদ্ধার করেছে। সে যশোর শহরের লোন অফিস পাড়া আজহারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
সেতুকে ছুরিকাঘাতের ঘটনায় তার বড় বোন মোছা. প্রত্যাশা ২ মার্চ বিকেলে কোতয়ালি মডেল থানায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে, যশোর শহরের লোন অফিসপাড়ার রাকিব, শহরের খড়কী (কলাবাগান) এলাকার সাকলাইন, চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির আরিফ, ঘোপ ডিআইজি রোডের সাব্বির ও শহরের কাঠেরপুল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া হৃদয় ওরফে ছোট হৃদয়সহ অজ্ঞাতনামা ৩/৪জন। আটক রাকিব শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে উপশহর সি ব্লকের সেতুকে তার প্রতিপক্ষ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা ধাওয়া করে ঢাকা বিরানী হাউজের সামনে ফেলে উপর্যুপরি চাকু মেরে রক্তাক্ত জখম করে। সে সময় একজন ট্রাফিক পুলিশ ধাওয়া করলে কিশোর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় ডিবি পুলিশ মামলার তদন্তে নামে এবং ২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যারাতে শহরের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী রাকিবকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে শহরের ঘোপ পিলুখান রোডে ইটের স্তুপে রাখা ঘটনায় ব্যবহৃত চাকুসহ আরো একটি চাকু উদ্ধার করে। ঘটনার জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:‘দুই যুগেও হয়না বিচার! এই লজ্জা ও অপমান কার’
১ Comment
Pingback: ঝিকরগাছায় প্রেমিক-প্রেমিকাকে আটকে চাঁদাবাজি : পাঁচ জানের বিরুদ্ধে চার্জশিট