নিজস্ব প্রতিবেদক
পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা আসমা বেগম (৩৫) ও তার মেয়ে হাসিনা খাতুন (১৫)। ঘটনাটি ঘটেছে সদরের কাশিমপুরের ওসমানপুর গ্রামে। এই ঘটনায় মা মেয়ে দুজনই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আসমা বলেন, বৃহস্পতিবার সকালে একই এলাকার বড় ভাসুরের বউ রিক্তা আক্তারের সাথে রাজহাসের বাচ্চা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আমাদের মা মেয়েকে সকলের সামনে আপত্তিকর কথা বলে। লজ্জায় ও আত্মসম্মানের ভয়ে মা-মেয়ে দুই জনই কীটনাশক পান করি। পরে তার স্বামী আব্দুস সাত্তার ও শাশুড়ি আমেনা বেগম উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক গৌতম কুমার ঘোষ জানান, তাদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত।
আরও পড়ুন:পূর্ব শত্রুতার জের ধরে কাচি দিয়ে যুবকের কান কর্তন