নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের জেলারোড কুইন্স হসপিটালের পাশের বিদ্যুতের খুঁটিতে বৃহস্পতিবার আগুনে লেগে ট্রান্সমিটারসহ সব ধরণের তার পুড়ে গেছে। এতে আশেপাশের দোকানদার ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গতকাল দুপুর ১২টার দিকে কুইন্স হসপিটালের পাশের বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। খুঁটিতে ট্রান্সমিটার ও বিদ্যুৎ বিভাগসহ ইন্টারনেটের ব্যাপক তার ছিল। সব ধরণের তার পুড়ে যায়। তবে জানমালের কোন ক্ষতি হয়নি।
যশোর ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ জানান, আগুনে কিছু তার পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। আমাদের খুঁটিতে ডিশ লাইন ও ইন্টারনেটের তার ছিল। এগুলো আমাদের জন্য ক্ষতিকর। ওই সব তার সরিয়ে ফেলার জন্য বলা হলেও কেউ সরাচ্ছেনা।