নিজস্ব প্রতিবেদক,মনিরামপুর
যশোরের মনিরামপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে দুই শিশু আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ফতেয়াবাদে এ ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো, ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু (১০) ও রাকিবুল ইসলাম বাবলুর ছেলে মাইমুন মেহেদী (৪)।
ঘটনাস্থল থেকে আরো ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শিশু আরজু ও মেহেদী ফতোয়াবাদ গ্রামের ওহিদুল ইসলামের একটি পরিত্যক্ত ঘরের পাশে খেলা করছিলো। সেখানে জ্বালানি হিসেবে মেহগনির গাছের শুকনা পাতা রাখা ছিল। আরজু ও মেহেদী লাল কসটেপে মোড়ানো বলের মতো বস্তু (ককটেল) দেখতে পায়। এরপর ককটেলকে বল মনে করে সেটি হাতে নিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে আরজুর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মেহেদীর নাভী হতে চোখ পর্যন্ত ক্ষত-বিক্ষত হয়।
বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেখান থেকে আরো ৯টি ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা ওই স্থানে ককটেল রেখেছে তা শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।